ওয়ার্ল্ড বাংলা রিপোর্ট : নামে কি আসে যায় । কাজেই হয় পরিচয়। বিখ্যাত এই উক্তিকে সত্যি করেছেন ডা. কালী প্রদীপ চৌধুরী। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বাংলাদেশী এখন বিশ্বের সেরা ধনীদের একজন। বিলিয়ন ডলারের মালিক। বারাক ওবামা, রিগ্যান, জর্জবুশ, হিলারি কিনটন, বিল গেটসের মতো বিশ্ব বরেণ্যরা তার ঘনিষ্ট বন্ধু।
ডা. কালী প্রদীপের নামে যুক্তরাষ্ট্রে ৫৫ কিলোমিটার সরকের নামকরণ হয়েছে।
তিনি মেডিকেলে পড়ালেখা করেছেন ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য কানাডা ও যুক্তরাষ্ট্রে। এখন বিশ্ব বরেন্য অর্থপেডিক চিকিৎসক।
ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করলেও কালী প্রদীপ এখন আমেরিকার বরেণ্য ব্যবসায়ী। তার কেপিসি গ্র“প আমেরিকায় ৭ হাজার একর জমির মালিক। আছে ৩০ লাখ বর্গফুটের বানিজ্যিক প্রতিষ্ঠান ।
তার মালিকানায় আছে ২৬টি বিশ্বমানের মেডিকেল কলেজ। তার গড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কাজ করেন ৫ হাজার ডাক্তার, ১৩ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। বিশ্বের ৮টি দেশে আছে তার কেপিসি গ্র“পের ব্যবসা। ভারতে আছে ১৬টি চা বাগান। যার একটি ৫০ হাজার একর আয়তনের।
ক্যালিফর্নিয়ায় কালী প্রদীপ চৌধুরী যে বাড়িতে থাকেন তার আয়তন সাড়ে তিন বর্গ কিলোমিটার।
ধনাঢ্য এই ব্যবসায়ী বাংলাদেশের জন্যও কিছু করতে চান। গেলো বছর দেশে এসে দেখা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। ঢাকার কাছাকাছি পুর্বাচল নতুন শহরে তৈরি করতে চান ১৪২ তলা আইকন টাওয়ার। যা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম উচু ভবন। যাতে তার প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২ হাজার কোটি টাকা।
তার এই প্রস্তাবকে স্বাগতো জানিয়েছে বাংলাদেশ।
ডা. কালী প্রদীপ চৌধুরী আপনার সাফলে বাংলাদেশ আজ গর্বিত। এগিয়ে যান। শুভ কামনা রইলো।