ওয়ার্ল্ড বাংলা রিপোর্ট :: আন্তর্জাতিক অভিবাসী দিবস শুক্রবার (১৮ ডিসেম্বর)। নায্য অধিকার, আবাসিক মর্যাদা, জাতীয়তাবাদের বৈষম্য অবসানে প্রতি বছর ১৮ ডিসেম্বর পালিত হয়ে আসছে অভিবাসী দিবস।
অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯০ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি সনদ গৃহীত হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০০০ সালের ৮ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৫৫তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে বিশ্ব অভিবাসী দিবস ঘোষণা করা হয়। বাংলাদেশ ২০০০ সালে প্রথম অভিবাসী দিবস পালন করে।
বর্তমানে সারাবিশ্বে ভাল কাজ এবং উন্নত ব্যবস্থার খোঁজে কোটি কোটি মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বিশালসংখ্যক বাংলাদেশী অভিবাসী রয়েছেন। এ সব দেশে তারা বিভিন্নভাবে শিকার হচ্ছেন বঞ্চনা, শোষণ, অবহেলা ও বৈষম্যের। কোনো কোনো দেশের কারাগারে বহু বাংলাদেশী মানবেতর জীবনযাপন করছেন। তারা মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার। তাদের অধিকার নিয়ে কথা বলার ক্ষেত্রে বাংলাদেশ একটি প্রধান কণ্ঠস্বর।