বিদেশ থেকে দেশে ফেরার সময় সবাই-ই কম বেশি বিদেশী পণ্য সাথে নয়ে আসেন। কিন্ত জানেন না কোন পন্যে কতো টাকা ট্যাক্স। আইন না বোঝায় অনেককে বিদেশ থেকে আনা পন্য এয়ারপোর্টে ফেলে রেখেই বাড়ি যেতে হয়। এই ঝামেলা এড়াতে জেনে রাখুন কিছু পন্যের এয়ারপোর্ট কাষ্টমস ট্যাক্স বিদেশ থেকে লাগেজের সাথে কেউ এলইডি বা এলসিডি টেলিভিশন আনলে
২২ থেকে ২৯ ইঞ্চির জন্য ৫ হাজার টাকা
৩০ থেকে ৩৬ ইঞ্চির জন্য ১০ হাজার টাকা
৩৭ থেকে ৪২ ইঞ্চির জন্য ২০ হাজার টাকা
৪৩ থেকে ৪৬ ইঞ্চির জন্য ৩০ হাজার টাকা
৪৭ থেকে ৫২ ইঞ্চির জন্য ৫০ হাজার টাকা এবং
৫৩ ইঞ্চির উপরে হলে ৭০ হাজার টাকা
কাষ্টমস ট্যাক্স বিমান বন্দরেই পরিশোধ করতে হবে
স্বর্নের কাষ্টমস ট্যাক্স
বিদেশ থেকে স্বর্নের বার আনলে প্রতি ভরি অথাৎ ১১ দশমিক ৬৭ গ্রামের জন্য কাষ্টমস ট্যক্স ৩ হাজার টাকা।
একজন যাত্রী সর্বোচ্চ ২০ ভরি বা ২৩৪ গ্রাম স্বর্নের বার দেশে আনতে পারবেন
তবে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার যা একই ধরনের ১২টির বেশি হবে না তা বিনা ট্যাক্সে আনা যাবে।
এই নিয়মের লংঘন হলে স্বর্ন চোরাচালানের দায়ে মামলা হতে পারে যাত্রীর বিরুদ্ধে, বাজেয়াপ্ত হতে পারে বিদেশ থেকে আনা স্বর্ন বা স্বর্নালংকার ।
ল্যাপটপ
একটি ল্যাপটপ আনলে বিমান বন্দরে কোন কাষ্টমস ট্যাক্স নেই। ২টি আনলে ট্যাক্স দিতে হবে ল্যাপটপের ক্রয়মুল্যের ১০ শতাংশের বেশি।
কসমেটিক্স
ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা কসমেটিক্স যেমন পারফিউম, শ্যাম্পু, লোশন, সাবান, ক্রিম এসবের কোন ট্যাক্স দিতে হবে না। তবে এক আইটেম ৫/৬টির বেশি না হওয়াই ভালো। না হলে তা কাষ্টমস রেখে দিতে পারে।
ওষুধ
জরুরি প্রয়োজন ও প্রেসক্রিপশন দেখিয়ে বিদেশী ওষুধ আনা যাবে। তবে তা বেশি মাত্রায় হলে বাজেয়াপ্ত হতে পারে।
মদ ও সিগারেট
বাংলাদেশী পাসপোর্টধারীরা দেশে আসার সময় কেউ মদের বোতল আনতে পারবেন না। আনলে তা কাষ্টমস বাজেয়াপ্ত করবে। বিনা ট্যাক্সে এক কার্টুন বা ২০০ শলাকা সিগারেট আনা যাবে। এর বেশি আনলে তাও বাজেয়াপ্ত করবেন কাষ্টমস কর্মকর্তারা।
মার্কিন ডলার
যে কোন পরিমান মার্কিন ডলার বিদেশ থেকে আসার সময় বাংলাদেশীরা দেশে আনতে পারবেন। তবে তা ৫ হাজার ডলারের উর্ধে হলে কাষ্টমস ফর্মে ঘোষণা দিতে হবে।
ট্যাক্স পরিশোধের টাকা না থাকলে
বিমান বন্দরে ট্যাক্স পরিশোধের মতো টাকা না থাকলে আপনার পন্য কাষ্টমসে রেখে একটি স্লিপ নিয়ে নিন। ২১ দিনের মধ্যে ট্যাক্স পরিশোধ করে আপনি ওই পন্য আবার ফেরত নিতে পারবেন।
সতর্কতা
অপরিচিত ব্যাক্তি বা কাউকে আপনার ব্যাগ বহন করতে দেবেন না। আপনার ব্যাগ খোয়া যেতে পারে। ট্যাক্স সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন
৮৮-০২-৮৯০১৭৫৮ নম্বরে।
তথ্যগুলো প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে জানিয়ে দিন অন্যদেরর।