মালয়েশিয়ার বন্দিশালায় ১৭ বাংলাদেশীর মৃত্যু মালয়েশিয়ার ডিটেইনশন ক্যাম্পে আটক ১৭ জন বাংলাদেশী গত ২ বছরে মারা গেছে ।
অনুসন্ধানী এই রিপোর্ট প্রকাশ করেছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। মালয়েশিয়ার ১৩টি ডিটেইনশন সেন্টারে বর্তমানে ৮০ হাজারেরও বেশি বন্দি রয়েছে। যার বেশিরভাগই দেশটির অভিবাসী কর্মী । যাদের বৈধ কাগজপত্রের অভাবে আটক করা হয়েছে। এদের কেউ কেউ ৫/৬ বছর ধরে বন্দি আছেন।
মালয়েশিয়ার এসব ডিটেইনশন সেন্টার বা বন্দিশালায় দুই বছরে মোট ১১৮ জন মারা যায়। কেউ কেউ অসুস্থ হয়ে মারা গেলেও যার বেশিরভাগেরই মৃত্যুর কারণ অজ্ঞাত। ৫০ জন অভিবাসী কর্মীর মৃত্যুর কোন কারনই দেখাতে পারেনি কর্তৃপ। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মালয়েশিয়ার সরকারি অর্থায়নে পরিচালিত একটি মানবাধিকার সংস্থা। এই সংস্থার হাতেই সম্প্রতি এসব মৃত্যুর গোপন নথিপত্র তুলে দেয় মালয়েশিয়ার অভিবাসন দপ্তর। যা অনুসন্ধান করে রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বন্দি শিবিরে মৃত ১১৮ জনের মধ্যে ২০১৫ সালে ৮৩ জন এবং ২০১৬ সালে মারা যান। মালয়েশিয়ার হিউম্যান রাইটস কমিশনের সদস্য জেরাল্ড জোসেফ বলেছেন, বন্দি শিবিরে এই মৃত্যুর হার সত্যিই ভয়াবহ। এই সংখ্যা প্রমাণ করে মালয়েশিয়ার বন্দিশালার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে।