অপহরনের পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া শিশু সুমাইয়া কে বাসায় ডেকে আদর-স্নেহ দিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সুমাইয়ার লেখা-পড়ার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন তিনি। বুধবার বিকেলে রাজধানীর বনানীর বাসায় বাবা মা ও কেরানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে সুমাইয়া কে বাসায় ডাকেন বানিজ্যমন্ত্রী। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। উপহার সামগ্রী কেনার জন্য বেশ কিছু টাকা দেন সুমাইয়ার হাতে। তার বাবাকে একটি চাকরি পাইয়ে দেবেন বলেও কথা দেন। গত ২ এপ্রিল কেরানীগঞ্জে বাসার সামনে থেকে অপহৃত হয় সুমাইয়া। ২৪ দিন পর কদমতলীর একটির বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মেয়ে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলেন সুমাইয়ার বাবা মা।