বাংলাদেশের সুস্বাদু-সুমিষ্ট ল্যাংড়া, গোপালভোগ আম এবার পাওয়া যাবে ইউরোপের বাজারেও। রাজশাহী জেলার বিখ্যাত আম উৎপাদনকারী এলাকা বাঘা থেকে বিশেষ ব্যবস্থায় বাগানে উৎপাদন হচ্ছে এই আম । যা সরকারিভাবে রপ্তানি হবে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, পর্তুগাল এবং রাশিয়ায়।
সরকারি প্রতিষ্ঠান হারটেক্স ফাউন্ডেশন ও কৃষি সম্প্রসারন বিভাগ যৌথভাবে এই আম রপ্তানির উকরছে। এ বছর রাজশাহী থেকে ১০০ টন আম রপ্তানি করা হবে বলে তারা আশা করছে। সাতীরা থেকে একইভাবে মওসুমের শুরুতে ইউরোপে প্রায় ১ টন আম পাঠানো হয়েছে। ক্যারিফোর, মার্ক এন্ড এসপেনসার, এন্টার মার্শে, টাসকোসহ ইউরোপের শহরগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের চেইনশপে বাংলাদেশের এসব আম বিক্রি হবে বলে জানিয়েছেন, কৃষি বিভাগের কর্মকর্তারা।
বিদেশী ছাড়াও প্রবাসে বাংলাদেশী ক্রেতাদের মধ্যে দেশীয় জাতের এ আমের ব্যপক চাহিদা রয়েছে বলে জানান, কর্মকর্তারা। মওসুমে যেখানে বাংলাদেশে এক কেজি আম বিক্রি হয় মাত্র ৫০/৬০ টাকায় সেখানে ইউরোপের দেশগুলোতে আফ্রিকা থেকে আসা আমের দাম কেজিপ্রতি ১০/১১ ইউরো অর্থাৎ এক হাজার টাকার মতো। আফ্রিকার ওইসব আমের চেয়ে বাংলাদেশের আম অনেক বেশি সুস্বাদু বলেও জানিয়েছেন, কর্মকর্তারা।
এ বছর প্রাথমিকভাবে সফল হলে, আগামীতে বাংলাদেশ থেকে বছরে কয়েক হাজার কোটি টাকার আম ইউরোপে রপ্তানি সম্ভব বলেও আশা করেন, কৃষি বিভাগের কর্মকর্তারা।