ছোট্ট একটি দেশ, কাতার। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ধনীদেশ। আয়তন মাত্র ১১ হাজার বর্গকিলোমিটার। গত সপ্তাহেই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে আরবের সাতটি দেশ। অভিযোগ, আল কায়েদা, ইসলামিক স্টেটের মতো জঙ্গিগোষ্ঠীকে মদদ দিচ্ছে কাতার।
প্রতিবেশী সৌদি সীমান্ত দিয়েই প্রায় ৪০ শতাংশ খাদ্যসামগ্রী প্রবেশ করত কাতারে। গত সপ্তাহ পর্যন্ত প্রায় ১০ লাখ কাতারির দুধের চাহিদা মেটাত তারা।
অবরোধের কারনে এই মুহূর্তে খাদ্য সমস্যায় ভুগছে কাতার।
এই হটাৎ অবরোধের কারনে অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি দেশে যখন দুধ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে, মোতাজ আল খায়াত নামে কাতারের এক ব্যবসায়ী তখন অস্ট্রেলিয়া-আমেরিকা থেকে বিমানে গরু আনার কথা ভাবছেন। প্রায় ৪ হাজার গরু এনে কাতারেই খুলে ফেলবেন একটি ডেইরি ফার্ম।
তার মনে হয়েছে, এটাই দেশের জন্য কাজ করার সেরা সময়। চলতি মাসের শেষেই চালু হবে ওই কারখানা।
পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের চেয়ারম্যান মোতাজা জানান, ওই চার হাজার গরু আনতে কাতার এয়ারওয়েজের ৬০টি বিমান লাগবে। শুধু মোতাজার মতো ব্যবসায়ীরাই নন, সাধারণ নাগরিকরাও একজোট হতে শুরু করেছে আরব বিশ্বে কাতারকে একঘরে করে দেয়ার বিরুদ্ধে।