বাংলার শিল্প-সাহিত্য বিশ্বব্যপী ছড়িয়ে দেয়ার ল্য নিয়ে প্রবাসে কাজ করতে আত্মপ্রকাশ করলো ‘বাংলাঘর’ নামের একটি নতুন সংগঠন। নিউ ইংল্যন্ড বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন-নিবাফ এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ওয়েষ্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। উদ্যোক্তারা জানান বাঙালীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন দেশের লাল-সবুজ পতাকার সন্মান সারা বিশ্বে তারা ছড়িয়ে দেবেন পরম ভালবাসায় । বাংলাঘরের অন্যতম উদ্যোক্তা আমেরিকা প্রবাসী নাহিদ সিতারা ও যুক্তরাজ্য প্রবাসী লেখিকা শামীম আজাদ । অনুষ্ঠানে অতিথির হিসেবে বক্তৃতা করেন, দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন । বাংলাঘরের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে উদোক্তাদের অনুদান দেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী।