বিশ্বের ৪৮টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসায়ী উদ্যোক্তাদের মিলন মেলা। ওয়ার্ল্ড বিজনেস লজিস্টিকস নেটওর্য়াক এর আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ইউরোপে পণ্য রপ্তানি ও নতুন বাজার সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের এ সম্মেলন। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা এ সেশনগুলোতে বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা পরিচালক আনিস খাঁন।
প্যানেল বক্তারা ইউরোপের এলডিসি রাষ্ট্রসমূহের কোটা ও ট্যারিফমুক্ত বাজারে প্রবেশাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ হবে বলে জানান আয়োজকরা।