ওমরাহ হজ করার জন্য এ বছর সময় আরও এক মাস বাড়িয়েছে সৌদি আরব। আগে ঘোষণা ছিলো ১৫ রমজান বা ১০ জুন পর্যন্ত ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন বিদেশী নাগরিকরা। এখন সেই ঘোষণা বদলে ১০ জুলাই বা ১৫ শাওয়াল পর্যন্ত ওমরাহ মৌসুম করা হলো। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে ।
বাংলাদেশের হজ ও ওমরাহ সেবা প্রদান করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নোটিশ পাঠানো হয়েছে। হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ- হাব সভাপতি ইব্রাহিম বাহার জানান, প্রতিবছর গড়ে ৬০/৬৫ হাজার বাংলাদেশী ওমরাহ করতে সৌদি আরব যান। সময় বাড়ানোয় এ বছর প্রায় ১ লাখ বাংলাদেশী ওমরাহ করতে পারেন বলে তারা ধারনা করছেন। গেলো বছর ৬৪ লাখ বিদেশী মুসলিমকে ওমরাহ হজ করার ভিসা দেয় সৌদি আরব। এ বছর তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ থেকে ওমরাহ হজের বিভিন্ন প্যাকেজ মুল্য রয়েছে। যা সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বলে জানিয়েছে, হাব।