রাস্তায় ভিআইপি কালচার বন্ধ করছে ভারত – বাংলাদেশেও হবে কি?


পয়লা মে থেকে রাস্তাঘাটে লালবাতি জ্বালিয়ে, সাইরেন বাজিয়ে চলাচল নিষিদ্ধ করেছে, ভারত সরকার। এই ভিআইপি কালচার বন্ধ করতে কঠোর নির্দেশ দিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করে বলেছেন, “প্রত্যেক ভারতীয়ই স্পেশাল। সবাই ভিআইপি।” এখানে কোন মন্ত্রী-রাজনীতিক বিশেষ কিছু নয়।

তার এই ঘোষণার পর রীতিমতো তোলপাড়র শুরু হয়েছে ভারত জুড়ে। দেশটির ভিআইপি বলে পরিচিত মন্ত্রী- নেতারা তাদের গাড়ি থেকে ফায়ার সার্ভিস বা জরুরি গাড়ীর মতো লাল-নীল বাতি খুলে ফেলতে শুরু করেছেন।

এদিকে, বাংলাদেশেও রাস্তায় ভিআইপি কালচার অনেক বেশি। মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও অনেক সংসদ সদস্য, রাজনীতিক এমনকি ব্যবসায়িদের কেউ কেউ এমন সুবিধা নেন। তাদের নিজেদের গাড়িতে লালবাতি বা সাইরেন হর্ন না থাকলেও রাস্তায় চলাচলের সময় সামনে পেছনে এমন পাহাড়ার গাড়ি থাকে। পথ চলতে সেইসব গাড়ি বিকট শব্দে হর্ন বাজিয়ে চলে। আবার এমন ভিআইপি প্রটৌকলের অনেক গাড়ি পথচারীদের অসুবিধার তোয়াক্কা না করে, রাস্তার উল্টো সাইড দিয়েও চলাচল করে।

ভারতে এমন সংস্কৃতি বন্ধ হচ্ছে। এখন বাংলাদেশেও কি তা হবে। এমন প্রশ্ন অনেকের।

Scroll to Top