পরিচালনায়: আহমেদ সুমন প্রযোজনায় : ফ্রসে আভেক রাব্বানী একেকজন প্রবাসী আলমগীর, একেকজন কর্মজীবী যোদ্ধা । এই গল্পে শুধু প্রবাসীদের দায়িত্বই ফুটে উঠেনি, সেই সাথে ফুটে উঠেছে তাঁদের গর্ব করতে পারার কারণগুলো। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে পরিবারের কিংবা এলাকার মানুষের মুখে হাঁসি ফুটানোতেই তাঁদের সুখ। তাঁদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা । আর যারা এই প্রবাসীদের নিয়ে তাচ্ছিল্য করে, তাঁদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিনীত আহ্বান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।