২০১৩ সালে গ্রীসের পোলপন্নেসিয়ান গ্রামের স্টবেরি খামারে গুলিবিদ্ধ বাংলাদেশীদের ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে, ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস। মামলায় জয়ী হয়েছেন বাংলাদেশী শ্রমিকরা। ৪২ জন বাংলাদেশী কর্মীর প্রত্যেকেই ১২ থেকে ১৪ হাজার ইউরো পর্যন্ত ক্ষতিপুরণ পাবেন। বাংলাদেশী মুদ্রায় মোট পরিমান ৪ কোটি টাকারও বেশি।
২০১৩ সালের ১৭ এপ্রিল গ্রীসের একটি স্ট্রবেরী খামারে ৬ মাসের বকেয়া বেতন চাইতে গেলে সেখানকার একজন সুপারভাইজার শ্রমিকদের উপর গুলি চালায়। এতে ২০ জন বাংলাদেশী গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ওই খামারের মালিক ও সুপারভাইজারকে আটক করে। পরে মামলা হলে গ্রীসের আদালত খামার মালিক ও সুপারভাইজারকে নির্দোষ বলে রায় দেয়।
ক্ষতিগ্রস্থ বাংলাদেশী শ্রমিকরা এরপর মামলা করে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে। সেখান থেকে এবার রায় দেয়া হলো বাংলাদেশী শ্রমিকদের কর্মরত মোট ৪২ জন বাংলাদেশী এই ক্ষতিপুরণ পাবেন। শুক্রবার আন্তর্জাতিক সব গণমাধ্যম ফলাও করে এ খবর প্রচার করেছে। আদালত রায়ে বলেছে, মানবপাচার ও ক্ষতিগ্রস্থ অভিবাসী কর্মীদের সুরক্ষায় গ্রীস কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।