নিজের বাল্য বিবাহের প্রতিবাদ জানিয়ে বিশ্ব সেরা উইমেন অফ কারেজ পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের মেয়ে শারমিন। ওয়াশিংটনে মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে এই পুরস্কার তুলে দেন।
ঝালকাঠির রাজাপুর থেকে আমেরিকার ওয়াশিংটনে এই পুরস্কার আনতে যান তিনি। । মার্কিন প্রেসিডেন্ট অফিস হোয়াইট হাউজে তাকে দেয়া হয় এই সন্মাননা।
বিশ্বের ১২জন সাহসী নারীর সাথে এই সন্মানে ভূষিত হলেন শারমিন।
তার পুরস্কার জেতার গল্প হচ্ছে, ১৫ বছর বয়সে তাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন মা। কিন্ত সেই বিয়ে ভেঙ্গে শারমিন নিজেই থানায় গিয়ে মামলা করে মা ও বয়স্ক পাত্রর বিরুদ্ধে। পুলিশি হস্তক্ষেপে ভেঙ্গে যায় শারমিনের বাল্যবিয়ে।
শারমিনের এই প্রতিবাদ এখন শুধু বাংলাদেশ নয়, ছড়িয়েছে সারা বিশ্বজুড়ে।