যুক্তরাষ্ট্রের মেগাসিটি লজ এঞ্জেলেসে বর্নাঢ্য আয়োজনে হয়ে গেলো বাংলাদেশ ডে প্যারেড । স্বাধীনতা দিবস উপল্েয বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস- বাফলা এর আয়োজন করে।
২৫ মার্চ থেকে লজ এঞ্জেলেস প্রবাসী বাঙ্গালীদের সবচেয়ে বড় এই সংগঠনের দু’দিন ব্যপী এই কর্মসূচি শুরু হয়। ২৬ মার্চ ১১তম বাংলাদেশ ডে প্যারেডের আকর্ষন ছিলো নজর কাড়া। দুপুরে নরম্যান্ডি এবং থার্ড স্ট্রীট থেকে শুরু এই প্যারেড লিটিল বাংলাদেশ ঘুরে ভার্জিল মিডিল স্কুল পর্যন্ত যায়। প্যারেডে মার্শাল হিসেবে নেতৃত্ব দেন লস এঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার হিলডা সলিস। কাউন্সিলর মেম্বার অব লস এঞ্জেলেস ডেভিড রিউ, পল কৃকোরিয়ান, বাংলাদেশ কনসাল জেনারেল পরিতোষ সাহা, কেপিসি গ্র“পের চেয়ারম্যান কালি প্রদীপ চৌধুরীসহ হাজারো বাংলাদেশী এই প্যারেডে অংশ নেন।
এর আগে নথ ভারমন্ট এভিনিউতে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ।
কেপিসি গ্র“পের চেয়ারম্যান কালি প্রদীপ চৌধুরীকে নিয়ে অারো একটি রিপোর্ট দেখুন অামাদের ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে –