জেদ্দা থেকে সাজিদুল ইসলাম সাজু’র রিপোর্ট :
প্রায় ১১ মাস ধরে বেকার এই বাংলাদেশী কর্মীরা। তাদের অনেকেই অস্থায়ী তাবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। জেদ্দা থেকে দেড় শ’ কিলোমিটার দুরে হারজাত এলাকায় রাস্তায় পাশে ১০ দিন ধরে আছেন বুভু অসহায় এই বাংলাদেশী কর্মীরা। তাদের দেখে দেখে স্থানীয় সৌদি নাগরিকদের কেউ কেউ এসে খাবার-পানীয় দিয়ে যাচ্ছেন। সান্তনা জানাচ্ছেন।
এই কর্মীদের প্রায় সবাই ৫ থেকে ৬ লাখ করে টাকা খরচ করে সৌদি আরব যান। স্থানীয় আল খোদরী নামক একটি কিনিং কোম্পানিতে চাকরি হয়েছিলো তাদের। কিন্ত ওই কোম্পানিটি গেলো জুন থেকে এই কর্মীদের বেতন ভাতা বন্ধ রেখেছে।
আল খোদরী কোম্পানির কর্মকর্তারা বলছেন ব্যবসা ভালো না হওয়ায় তারা নিজেরাই বিপাকে পড়েছেন। তাই শ্রমিকদের পাওনা পরিশোধ করা তাদের পে সম্ভব হচ্ছে না। যে প্রতিষ্ঠান এসব কর্মীদের বাংলাদেশ থেকে এনে আল খোদরী কোম্পানিতে দিয়েছে তাদের তিন দালাল কর্মীদের বেতন ও বোনাস নিয়ে উধাও হয়ে গেছে। আবু তাহের, আলী ও আজাদ নামের ওই তিন দালালের বাড়ি সিলেটে বলেও অভিযোগ করেছেন, দুর্দশায় পড়া বাংলাদেশী কর্মীরা।
বাংলাদেশ দূতাবাস হারজাতে অবস্থান নেয়া ওইসব কর্র্মীদের খোঁজ খবর নিলেও সংকট সমাধানে কোন ব্যবস্থা নেয়নি। প্রতিকার চেয়ে সৌদি আরবের শ্রম আদালতে ক্ষতিপুরন চেয়ে মামলাও করেছেন ওই শ্রমিকরা।