ইউরোপীয় ইউনিয়নের নতুন ঘোষণা আর চাপে ইউরোপের দেশগুলোতে বৈধতার অপেক্ষায় থাকা বাংলাদেশীরা আতংকিত হয়ে পড়েছেন । ইতালি, গ্রীস, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাসসহ ইউরোপের দেশগুলোতে এমন বাংলাদেশীর সংখ্যা প্রায় ১ লাখ বলে মনে করা হচ্ছে। অবৈধ এই অভিবাসীদের ফিরিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন এরিমধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে তাগিদ দিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশিরা। চলতি বছরের প্রথম তিন মাসে প্র্য়া ৩ হাজার বাংলাদেশী ইতালিতে গেছেন। ই ইউ থেকে ফেরত পাঠাতে বলা হচ্ছে তাদেরকেও। গত বছরের এপ্রিলে ঢাকা সফরের সময় ইইউ প্রতিনিধিদল ইউরোপে ৮০ হাজার অবৈধ বাংলাদেশি থাকার কথা বলেছিল। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত আট বছরে ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়ন বা তাদের আওতাভুক্ত কোন দেশ এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি। ইউরোপের কোন দেশে কি পরিমান বাংলাদেশী অবৈধভাবে গিয়েছেন তার কোন পরিসংখ্যানও তাদের মন্ত্রণালয়ে নেই। তাই এ বিষয়ে আপাতত তাদের মন্ত্রণালয়ের করার কিছু নেই।