বিপদাপন্ন রোহিঙ্গাদের পরম বন্ধু হয়ে এলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার স্ত্রী ফার্ষ্ট লেডি অ্যামিনা এরদোয়ান কক্সবাজার-মিয়ানমার সীমান্তে আশ্রিত অসহায় রোহিঙ্গাদের দেখে যাওয়ার একদিন পরই, মানবিক সহায়তার দুয়ার খুলে দিলো তুরস্ক। বাংলদেশ জায়গা ঠিক করে দিলে উদ্বাস্ত লাখো রোহিঙ্গার জন্য আশ্রয় কেন্দ্র গড়ার ঘোষণা দিয়েছেন, তুর্কি প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে এ ঘোষণা দেন তিনি। একই সাথে রোহিঙ্গা শরনার্থীদের জন্য তুর্র্কি সরকারি উন্নয়ন সংস্থা থেকে আরও ১০ হাজার টন ত্রাণ ও খাদ্য সহায়তা পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এর আগেও তুর্কি সরকার রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন খাদ্য ও ত্রাণ সহায়তা পাঠায় । যা ইউএনএইচ সিআর এর মাধ্যমে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য এটাই সবচেয়ে বড় সহায়তা।