দালালদের মাধ্যমে ফ্রি ভিসায় বাহরাইনে গিয়ে চরম বিপাকে পড়েছেন, কয়েক হাজার বাংলাদেশী কর্মী। পুলিশী অভিযানে আটক হচ্ছেন অনেকে। অনেকে একরকম বন্দি জীবন কাটাচ্ছেন।
সবশেষ, গেলো সপ্তাহে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সামনে ভিড় করেছেন তারা কাজ ও বৈধতার দাবিতে। জটিল এ পরিস্থিতিতে বাংলাদেশীদের ভিসা দেয়াও বন্ধ করেছে, বাহরাইন কর্তৃপক্ষ। এই বাংলাদেশীদের কেউ কেউ বিক্রি করেছেন নিজের সম্বল, কেউ বা বন্ধক রেখেছেন একমাত্র পৈত্রিক ভিটে, আবাদী জমি।
ঢাকায় , প্রলোভনে ভূলে তিন থেকে সাড়ে ৪ লাখ টাকা দিয়ে ফ্রি ভিসার লোভে তারা বাহরাইনে পৌছান। কিন্ত বাহরাইনে ফ্রি ভিসার কোন বৈধতা নেই। কেবলমাত্র চুক্তিমাফিক কোন কোম্পানি কে কাজ নিয়েই বিদেশী কর্মীদের বাহরাইনে যেতে হয়। কোম্পানির সাথে আগাম চুক্তি ছাড়া সেখানে আশ্রয় নেওয়াও অবৈধ।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত সহ মধ্যপ্রাচের কয়েকটি দেশে বাংলাদেশী কর্মীদের যাওয়া ব্যয়বহুল হলেও বাহরাইনে যাওয়ার খরচ কম, ভিসা পাওয়াও সহজ। সেই সুযোগই কাজে লাগিয়েছে, দালালরা। ফ্রি ভিসার লোভ দেখিয়ে এই বাংলাদেশী কর্মীদের নিয়ে ফেলেছে দেশটিতে।
প্রতারিত, ক্ষতিগ্রস্ত এই বাংলাদেশীরা সম্প্রতি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান নেন। অবশ্য তাদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন, রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমান ।
বাহরাইনের আইন আইনানুযায়ী শ্রমিককে নির্ধারিত কাজের চুক্তিতে দেশটিতে যেতে হবে। চুক্তি ছাড়া ফ্রি ভিসায় যারা যাবেন তারাই এমন বিপদে পড়বেন বলেও সতর্ক করা হয়েছে, বাংলাদেশ দূতাবাস থেকে। সতর্ক থাকুন দালালদের থেকে। প্রতারণা থেকে।