বঙ্গবন্ধু যে কারনে ৭ মার্চ স্বাধীনতা ঘোষণা করেননি


১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ। ঢাকার সোহরাওয়াদী উদ্যানে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনে যা ছিলো  কোটি মানুষের মুক্তিবার্তা। সেদিন বঙ্গবন্ধুর ওই ডাকে পাক হানাদার মুক্ত হতে ঝাঁপিয়ে পড়েছিলো সারা বাংলার মানুষ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে এখন পর্যন্ত বিশ্বের রাজনৈতিক নেতাদের দেয়া বক্তৃতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠভাষন ও দিক নির্দেশনা বলা হয়। বঙ্গবন্ধু সেদিনই বাংলার স্বাধীনতা ঘোষণা করতে পারতেন। পারতেন পাকিস্তান থেকে বাংলাদেশকে বিছিন্ন করে ফেলতে। কিন্ত দারুন এক বিচণতায় তিনি তা করেননি। কি ছিলো তার কারন। তাই বলছেন, বঙ্গবন্ধুর অনুজ সহচর ও একান্ত সহকারী এখকার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা- বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Scroll to Top