বিদেশী কর্মীদের কোন ঝামেলা ছাড়াই স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে যাচ্ছে, চীন। দেশটির অভিবাসী ও গণ নিরাপত্তা মন্ত্রণালয় একটি নতুন কার্যক্রম শুরু করেছে গত সপ্তাহে। যার মাধ্যমে প্রবাসীরা পর পর দুই থেকে ৫ বছর পর্যন্ত চীনে কাজ করার সুযোগ পেতে পারেন। আগের নিয়ম অনুযায়ী বিদেশী কর্মীরা চিনে থাকার অনুমতি পেলেও প্রতিবছর নতুন করে ভিসা নিতে হতো । নতুন নিয়মে তা আর করতে হবে না। চীনের রাজধানী বেইজিং, হুনান ও হেবেইসহ ৯টি বড় শহরে এই কার্যক্রম শিগিগরই পরীামুলকভাবে শুরু হতে যাচ্ছে। এছাড়াও ১১টি বানিজ্যিক মুক্তাঞ্চল যেমন তিয়াঞ্জিন, ছঙ্গিং এব হেনান এলাকাও এর আওতাভুক্ত করা হয়েছে।
একই সাথে চীনে আরেকটি অভিবাসী কার্যক্রম চালু হচ্ছে যাতে সেখানে যেসকল প্রবাসী পরপর চার বছর ধরে কাজ করছেন এবং প্রতিবছর অন্তত ছয়মাস একটি নির্দিষ্ট পরিমান আয় সরকারকে ট্যাক্স দেন তারা চীনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন।
বিদেশী কর্মীদের কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে নিতেই চীন সরকার এমন কর্মসূচি শুরু করেছে। গেলো বছর দেড় হাজারেরও বেশি বিদেশী নাগরিককে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয় চীন। এবার তা অনেক বাড়তে পারে বলে জানানো হয়েছে। চীনে নতুন এই অভিবাসন নীতিমালার সুযোগ পেতে পারেন সেখানে থাকা বাংলাদেশী কর্মী এবং ব্যবসায়ীরাও।