আপনি কি শখের ভিডিও নির্মাতা?
বাংলাদেশের আলোচিত অনলাইন টেলিভিশন ওয়ার্ল্ড বাংলা চ্যানেল আকর্ষণীয় শর্ট ফিল্ম প্রতিযোগিতা ঘোষণা করেছে।
আপনি বাংলাদেশ বা বিশ্বের যেখানে থাকুন ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন এর নির্মাতা। পেতে পারেন লাখো মানুষের কাছে পরিচিতি। এর জন্য যা করতে হবেঃ-
১। ক্যামেরা ও স্মার্ট ফোনে HD মানের ভিডিও ধারণ করতে হবে। ভিডিও চিত্রটি হতে হবে মানসম্মত ও শালীন।
২। ভিডিওচিত্রের বিষয় হতে হবে বৈচিত্র্যময়, আকর্ষণীয় এবং তথ্যনির্ভর।
৩। একেকটি ভিডিওচিত্রের ব্যাপ্তি হতে পারে ১-৫ মিনিট।
৪। ছবি এবং শব্দ হতে হবে স্পষ্ট।
আপনার এলাকার ইতিহাস, ঐতিহ্য, স্থান, কি কারনে বিখ্যাত, নামকরা খাবার, পণ্য… যা কিছু অন্যের আগ্রহ জাগাবে, তা তুলে ধরতে পারেন ছোট পরিসরে আপনার ডকুমেন্টারীতে।
প্রতিযোগী মনোনয়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।