বেশ কয়েকটি প্রচলিত খাতে বাংলাদেশী কর্মী নিতে আগ্রহ জানিয়েছে জাপান। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে জাপান সফরে যাওয়া ৭ সদস্যের সরকারি প্রতিনিধি দলের সাথে আলোচনাকালে এ আগ্রহহের কথা জানিয়েছে দেশটির কর্তৃপ। ১৯ এপ্রিল জাপান পৌছায় বাংলদেশের প্রতিনিধি দল । সেখানে আছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিণ বিউরো- বিএমইটির মহাপরিচালক সেলিম রেজাও। সফরকালে জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কর্পোরেশন জিটকো’র প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন, প্রবাসী কল্যাণ মন্ত্র্ ী । এ সময় বাংলাদেশ থেকে কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে দ ও প্রশিনার্থী নতুন কর্মী নেয়ার ব্যপারে আগ্রহের কথা জানানো হয়। এই বিষয়ে দ্বিপীয় আলোচনা ও সমঝোতা করতে জাপানের একটি প্রতিনিধি দলও শিগগির ঢাকা সফরে আসছে বলে জানিয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।