বাংলাদেশের বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে এখন নানা সমস্যার মুখে পড়ছেন বাংলাদেশী কর্মীরা। নতুন ভিসা ইস্যু না হওয়ায় মেয়াদ শেষ ফুরানো পুরনো কর্মীরা হয়রানীর মুখে পড়ছেন, প্রতারিতও হচ্ছেন অনেকে।
সম্প্রতি এমন প্রতারনার শিকার ৫৭ বাংলাদেশী আবুধাবির কারাগারে আটকের পর দেশে ফিরেছেন। এদেরই একজন জানান, কোন কারনে মালিক মারা গেলে বা অসন্তষ্ট হলে কর্মীরা তুমুল ঝামেলায় পড়েন। অন্য কারো কাছ থেকে স্পন্সর ভিসা নিতে মোটা অংকের টাকা খরচ করতে হয়। বাংলাদেশী মুদ্রায় কখনো কখনো তা ২/৩ লাখ টাকা পর্যন্ত। অথচ কর্মীদের এই ভিসা পাওয়ার কথা ছিলো বিনামুল্যে। আবার কোন কোন মালিকের কাছ থেকে স্পন্সর ভিসা নেয়ার পর তাকে মাসে মাসে নির্ধারিত অংকের টাকা পরিশোধ করতে হয়।
এদিকে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ থাকায় ব্যপক চাহিদা থাকার পরও নতুন কর্মীরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন । তাই পুরনো কর্মীরা চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলেও আর দেশে আসতে চাইছেন না। কারন দেশে আসলে যদি আবার তিনি কর্মস্থলে ফিরতে না পারেন। এমন আতংক কাজ করছে।
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সেখানে এখন ১২ লাখেরও বেশি বাংলাদেশী কর্মী কাজ করছেন। ২০১২ সাল থেকে বাংলাদেশী কর্মীদের ভিসার উপর বিধিনিষেধ দিয়েছে দেশটির সরকারি কর্তৃপ। তারপর থেকে বাংলাদেশী টুরিষ্টদের ভিসাও প্রায় বন্ধ সেখানে।