বাংলাদেশী কর্মীদের জন্য বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার খুলে দেয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন, দেশটির মানব সম্পদ মন্ত্রী সাকর গোবাশ সাঈদ গোবাশ ।
বাংলদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে , মন্ত্রণালয়ের সচিবসহ সাত সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল ১৬ মে সকালে আবুধাবিতে আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রীর সাথে দ্বিপীয় বৈঠক করেন। এতে আমিরাতের মানব সম্পদ মন্ত্রী জানান, সেখানে ৩ বছরের বেশি সময় কর্মরত বাংলাদেশী কর্মীরা তাদের নিয়োগকর্তা বা কফিল পরিবর্তন এবং নির্ধারিত নোটিশ দিয়ে চাকরির চুক্তিপত্র বাতিল করতে পারবেন। কাউকে কোন মালিকের অধীনে চাকরিতে থাকতে বাধ্য করা যাবে না।
আরব আমিরাতে পাঠানোর উপযোগী করতে বাংলাদেশী কর্মীদের আরও উন্নত প্রশিণের ব্যবস্থা করা হবে বলে, আমিরাতের মন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
বাংলাদেশী কর্মীদের ভূয়সী প্রশংসা করে, আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রী জানান, নতুন করে বাংলাদেশী কর্মী নেয়ার ব্যপারে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর শিগগিরই এ বিষয়ে আমিরাত কর্তৃপ একটি পদপে নেবে বলেও আশা করেন তিনি। শিগগিরই ঢাকায় দুই দেশের যৌথ কারিগরি কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।