সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ থেকে প্রায় আড়াইশ মাইল দুরে আল কাসিম। এখানেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান। ২ লাখ খেজুর গাছের এ বাগানটি একটি ওয়াকফ্ এষ্টেট। এখান থেকেই সারা রমজান মাস বিনামুল্যে খেজুরের সরবরাহ হয় মক্কা ও মদিনার দুই মসজিদে। যেখানে প্রতি দিন ইফতার করেন ৫ লাখেরও বেশি মানুষ।
আল কাসিমের এই খেজুর বাগানে উৎপাদিত হয় চল্লিশ প্রকারের খেজুর। বছরে প্রায় ২০ হাজার টন। বাংলাদেশী টাকায় যার দাম প্রায় ১ হাজার কোটি টাকা। ইফতারের জন্য যা সরবরাহ করা হয় বিনামুল্যে।
বাগান পরিচর্যা, খেজুর উৎপাদন, আহরন ও প্রসেসিং করে তা মক্কা মদিনায় পৌছে দেয়া হয় রোজা শুরুর আগেই। শত শত ট্রাক লাগে এসব খেজুর পৌছাতে।
বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের মালিক সৌদি আরবের খ্যাতিমান দার্শনিক সোলায়মান আল রাজিহ। বিশ্বের বিশ্বের ১২০ তম শীর্ষ এই সৌদি ধনকুবেরের মোট সম্পত্তির দাম ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের নামকরা ইসলামী ব্যাংক আল রাজিহ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
দাতব্য সেবায় নিবেদিত এই সৌদি ধনকুবেরের ওই বাগানের নামও ‘আল রাজিহ গার্ডেন’ । শুধু সৌদি আরব নয়, গোটা বিশ্বেই এক বিশ্বয় এই খেজুর বাগান।