বহুল আলোচিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী রিয়াদে শনিবার থেকে শুরু তিন দিনের এই আয়োজনের নাম দেয়া হয়েছে- রিয়াদ সামিট-২০১৭। শনিবার বাংলাদেশ সময় দুপুরে এ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই সেখানে পৌছাবেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
মুসলিম বিশ্বে সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু। প্রায় চার যুগ ধরে দেশটি বাংলদেশী কর্মীদের বড় শ্রমো বাজার। অর্থনৈতেকি নানা টালমাটালের পরও এখনো সেখানে আছেন ২০ লাখের বেশি বাংলাদেশী কর্মী। সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে। তবে সাম্প্রতিক সময়ে, নতুন করে যাওয়া অনেক বাংলাদেশী কর্মসংকটে পড়েছেন দেশটিতে। বাংলাদেশ থেকে যাওয়া নারী কর্মীরাও সেখানে নানা সমস্যায় আছেন। প্রধানমন্ত্রীর সফরকালে সৌদি সরকারের মন্ত্রী ও পদস্তদের সাথে এসব সমস্যা সমাধানের বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী বলেন, সৌদি আরবের এ সম্মেলনে তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোর পে নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদের এ সম্মেলনে যোগ দেবেন রোববার। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার দেখা হওয়ার কথা। আর এটাই হবে নির্বাচিত হবার পর ট্রাম্পের সাথে তার প্রথম মুখোমুখি সাাত।
সোমবার মদিনায় হজরত মোহাম্মদ সাল্লালাহিআলাইহি আলাইহির সাল্লাম এর রওজা জিয়ারত ও মক্কায় ওমরাহ পালন শেষে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।