রোজার মাসে বাংলাদেশের রাজধানী বা বড় শহরগুলোতে যখন নিত্যপন্যের দাম বাড়ে তখনও গ্রামের কৃষকরা বঞ্চিতই থেকে যান। যেমন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খেদমতপুরে মহাসড়কের পাশে বসছে শশার হাট। এ হাটে এখন তে থেকে তুলে আনা টাটকা শসার মনপ্রতি দাম ৬০ থেকে ৮০ টাকা । অর্থাৎ এক কেজি শশার দাম সেখানে মাত্র দেড় টাক্ া
আর গ্রামে এ শশা ফলাতে কৃষকের কেজিপ্রতি খরচ হয়েছে ৫ থেকে ৭ টাকা। তাহলে কেনো এতো কম দামে এই সবজি ফসল বিক্রি করছেন তারা। না করে উপায় নেই। কারন তে থেকে না তুললে ক’দিন পরে পচে যাবে মওসুমের এ ফসল॥