প্রচণ্ড গরমের কারণে ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস ভবনের বাইরে শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ করেছে কুয়েতের জনশক্তিবিষয়ক মন্ত্রণালয়। এসময় দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। কোনো সময় ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। প্রবাসী শ্রমিকরা এই গরমে খোলা আকাশের নিচে বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। শ্রমিকদের কথা বিবেচনা করে গরমের সময়ে সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত ঘরের বাইরে কাজ নিষিদ্ধ করে কুয়েত সরকার। বিভিন্ন নির্মাণ কাজে অসংখ্য শ্রমিক ঘরের বাইরে কাজ করে থাকেন। এছাড়াও মরুভূমিতে কৃষি ও পশুপালনে কাজ করেন অনেকেই। জুন থেকে আগস্ট পর্যন্ত দিনের বেলায় শ্রমিকদের দিয়ে বাইরে কাজ না করানোর ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠান ও মালিকপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
ছোট দেশ কুয়েত
দেখুন কুয়েত প্রবাসীদের জন্য নতুন শর্ত