স্মৃতিহারানো লোকটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে সাহায্য করুন।
শেয়ার করে ছড়িয়ে দিন, যদি তার কোনো অাপনজনের চোখে পড়ে!
মিশরের এক মহাসড়কের পাশে এলোমেলো লম্বা চুলের ৩৫/৩৬ বছর বয়সী এই ব্যক্তিকে পাওয়া গেছে শনিবার। তার চেহারা বাংলাদেশীদের মতো। সে নিজেকে বাংলাদেশীও বলছে। কিন্ত মাঝে মধ্যে বলছে ’ইন্ডিয়ান’। তবে পুর্ন ঠিকানা বলতে পারছেন না। খানিক মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তার নাম বলছে বাদল। সে প্রায় ৪ বছর ধরে মিশরের রাস্তায় রাস্তায় ঘুরছে। কেউ তাকে চিনে ফেললে ফোন করতে পারেন নিম্নোক্ত নাম্বার গুলোতে। কিংবা খবর দিতে পারেন তার আপনজনদের।
+২০৫৫২৩৬৫৮০২
+২০১০৯৪৮৬৫০৭৬