অবাক হবার মতোই বিষয়। এবার বাজারে আসছে প্রায় ৩ কোটি টাকা দামের ফিচার ফোন। কোন ক্যামেরা নেই। নেই আধুনিক সুযোগ সুবিধা। শুধু কথা বলা টেক্সট করা যাবে এই মোবাইল ফোন থেকে। এমনই বিলাসবহুল মোবাইল সেট নির্মান করছে, যুক্তরাজ্যের দামী ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভার্চু। বিশ্বের মাত্র ৮ জন ধনী ক্রেতা কেনার সুযোগ পাবেন এই লিমিডেট এডিশনের ফোন। যার নাম ভার্চু সিগনেচার কোবরা।
এর দাম বেশি এই কারনে যে, মোবাইল সেটটিতে বসানো হয়েছে ৪৩৯টি মহামুল্যবান রুবি। কোবরার মতো দু’টি চোখ তৈরি করা হয়েছে এমারল্ডস দিয়ে। ব্যবহার করা হয়েছে স্বর্ন আর ক্রিষ্টাল। ফোনটির নকশা করেছে, ফ্রান্সের বিখ্যাত জুয়েলারি হাউজ বুশেরণ। যারা এর ক্রেতা হবেন বা অনলাইনে অর্ডার করবেন তাদের কাছে হেলিকপ্টারে এই ফোনসেট পৌছে দেবে নির্মাতা প্রতিষ্টান । চীনের একটি ই-কর্মার্স প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ডার নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। তবে চাইলেই আবার সবাই এই ফোন পাবেন না। তাদের আগে থেকেই জানাতে হবে। নির্মাতা প্রতিষ্ঠানের মনোনয়ন পেলেই ক্রেতা কিনতে পারবেন বিশ্বের সবচেয়ে দামী এই মোবাইল ফোন সেট।