বিশ্বের সবচেয়ে দীর্ঘ রোজা হচ্ছে, ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলে। এখানকার মুসলমানরা প্রায় ২৩ ঘন্টা রোজা রাখেন। ভৌগলিক অবস্থানের কারনে দেশটিতে সুর্য অস্ত যাওয়ার ৫৫ মিনিট পরেই সুর্যোদয় শুরু হয়। তাই ২৩ ঘন্টারও বেশি রোজা রাখতে হয় রোজাদারদের।
এর আগে মনে করা হতো স্ক্যান্ডেনিভিয়ান দেশগুলোতেই সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হয়। কিন্ত এবার খুঁজে পাওয়া গেছে নরডিক অঞ্চলের ফিনল্যান্ডেই এই সময়সীমা সবচেয়ে বেশি।
সৌদি আরবকে কেন্দ্র করে বাংলাদেশসহ আশেপাশের সব দেশেই রোজা রাখার সময়সীমা ১৫ থেকে ১৬ ঘন্টা। ইউরোপের দেশগুলোতে ১৮ থেকে ১৯ ঘন্টা। আইসল্যান্ডে রোজা রাখতে হয় প্রায় ২১ ঘন্টা। তবে সবচেয়ে কম সময় রোজা রাখতে হয় আর্জেনটিনায়। সেখানে এই সময়সীমা মাত্র ৯ ঘন্টা।
তবে যেসব দেশে বেশি সময় রোজা রাখতে হয় সেখানে মুসলমানদের সংখ্যা খুব বেশি নয়। যেমন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড নামের যে অঞ্চলটিতে ২৩ ঘন্টা রোজা রাখতে হয় সেখানে মুসলমানদের সংখ্যা কয়েক শ’ ।